ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য ‘স্পেকটার’ টিকিট ফ্রি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য ‘স্পেকটার’ টিকিট ফ্রি

ঢাকা: গ্রামীণফোন তার স্টার গ্রাহকদের বিনামূল্যে সর্বশেষ জেমস বন্ড মুভি ‘স্পেকটার’ টিকিট প্রদানে স্টার সিনেপ্লেক্স’র সহযোগী হয়েছে। টেলিকমিউনিকেশনটির স্টার গ্রাহকরা একটি টিকিট ক্রয় করলে বিনামূল্যে আরেকটি টিকিট ফ্রি পাবেন।


 
জেমস বন্ড স্পাই থ্রিলার মুভির ২৪তম পর্ব ‘স্পেকটার’ বাংলাদেশের দর্শকদের জন্য আগামী ৬ নভেম্বর সারা বিশ্বের সঙ্গে একই দিনে মুক্তি পাচ্ছে। বহুল প্রতিক্ষিত মুভিটির বাংলাদেশে স্ট্র্যাটেজিক পার্টনার গ্রামীণফোন।
 
বুধবার (০৪ নভেম্বর) গ্রামীণফোনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্টার গ্রাহকদের জন্য বিশেষ অফারটি চলবে মুভিটি মুক্তির প্রথম সপ্তাহ পর্যন্ত।
 
চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় থেকে চলমান সিরিজ মুভি জেমস বন্ড’র যাত্রা শুরু হয় ১৯৬২ সালে ড. নো মুভির মাধ্যমে।
 
স্পেকট্রায় জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগের সহযোগী হয়েছেন দুই বন্ড গার্ল মনিকা বেলুচ্চি এবং লিয়া সেডু। ব্রিটিশ গুপ্তচরদের নেতা এম’র চরিত্রে অভিনয় করেছেন ৠালফ ফিনেস। এটাই হতে পারে বিগত তিনটি পর্বের নায়ক ড্যানিয়েল ক্রেগের শেষ বন্ড মুভি।
 
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।