ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা ডাইং কারখানায় শ্রমিক ধর্মঘট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
ঢাকা ডাইং কারখানায় শ্রমিক ধর্মঘট

ঢাকা: রাজধানীর মগবাজারে দ্য ঢাকা ডাইং কারখানায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ধর্মঘট চলছে।

কারখানা ভবনের নয় তলায় প্রায় ৪শ শ্রমিক অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন কারখানাটির শ্রমিক ইসমাইল।



বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল থেকে ধর্মঘট শুরু হয়েছে।

ইসমাইল বাংলানিউজকে বলেন, দু’দিন আগে আমাদের কারখানা থেকে ১শ ৫২ জন শ্রমিককে কোনো নোটিশ ছাড়াই ছাটাই করা হয়। বুধবার ছাটাই করা হয়েছে আরও ছয়জন। আমরা ট্রেড ইউনিয়ন করতে চাই বলে কারখানায় এ ছাটাই চলছে। সকালে আমরা প্রতিবাদ করলে মালিকপক্ষের লোকজন আমাদের মারধর করেন। তখন কাজ বন্ধ করে পুরো কারখানার শ্রমিকরা নয় তলায় অবস্থান নিয়েছি।

এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে দুপুরের আগেই আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন গার্মেন্ট শ্রমিক সংহতি ফেডারেশনের ঢাকা মহানগর সভাপতি আলামিন আশরাফি।

তিনি বাংলানিউজকে বলেন, দ্য ঢাকা ডাইং কারখানা কর্তৃপক্ষ চান না এখানে ট্রেড ইউনিয়ন হোক। এজন্য তারা ট্রেড ইউনিয়ন আটকানোর জন্য নানা ফন্দি-ফিকির করেন। আমরা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও দিয়েছি। কিন্ত মালিকপক্ষ কোনোকিছু কানে না নিয়ে শ্রমিক ছাটাই শুরু করেছেন।

শ্রমিক ছাটাইয়ের বিষয়টি স্বীকার করেছেন কারখানার পরিচালক কে এম মাহতাব উদ্দিন।

তিনি বাংলানিউজকে বলেন, আমরা মোট ১শ ৫৬ জন শ্রমিককে কাজ কম থাকায় সাময়িক টার্মিনেট করেছি। তাদের চারমাসের অগ্রিম বেতনও দেওয়া হয়েছে। কারখানার শ্রমিকরা এ আন্দোলন করছেন না। বহিরাগতদের ইন্ধনে নির্দিষ্ট একটি চক্র ধর্মঘটের নামে অরাজকতা তৈরি করছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
ইউএম/জেডএফ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।