ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক মিজানুর রহমান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক মিজানুর রহমান মো. মিজানুর রহমান

ঢাকা: পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের নতুন মহাব্যবস্থাপক হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন মো. মিজানুর রহমান।

তিনি এর আগে ব্যাংকের সিইও অ্যান্ড এমডি সচিবালয়ে উপ-মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।



মো. মিজানুর রহমান ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

চাকরি জীবনে তিনি বিভিন্ন সময় ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভিন্ন শাখা ও কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। ইতালিতে জনতা ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএলের ব্যবস্থাপকসহ ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।