ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের ‍ডিএমডি হলেন ওয়াসিফ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ন্যাশনাল ব্যাংকের ‍ডিএমডি হলেন ওয়াসিফ ওয়াসিফ আলী খান

ঢাকা: বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ওয়াসিফ আলী খান।

এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে কর্মরত ছিলেন।



শুক্রবার (০৬ নভেম্বর) ব্যাংকের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্সে স্নাতক ও  স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী ওয়াসিফ আলী খান ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে শিক্ষানবীশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন।

১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন শাখার ব্যবস্থাপক হিসেবে এবং ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ওমানে ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠান গাল্ফ ওভারসিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এরপর ২০১০ সাল থেকে রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ওয়াসিফ আলী খান।
৩১ বছরের ব্যাংকিং কর্মজীবনে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, র্কমশালা ও সেমিনারে অংশ নিযেছেন তিনি।

সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভ্রমণ করেন ওয়াসিফ আলী খান।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।