ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ‘অপারেটিং প্রসিডিউর অব স্যাংশন স্ক্রিনিং সফটওয়্যার ফর মানি লন্ডারিং অ্যান্ড ফাইন্যান্সিং অব টেরোরিজম রিস্ক ম্যানেজমেন্ট’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গণ-সংযোগ কর্মকর্তা মো. আব্দুল হামিদ সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালায় ন্যাশনাল ব্যাংকের ৩৫টি শাখার ৭১ জন কর্মকর্তা অংশ নেন। ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএএমএলসিও সৈয়দ মো. বারিকুল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি সিএএমএলসিও মো. আব্দুল ওহাব, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হরি নারায়ণ দাশ এবং ঊর্ধ্বতন অনুষদ সদস্য ফারজানা হক।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।