ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বে-লিজিং এর রাইট শেয়ার অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০

ঢাকা: বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের রাইট শেয়ার অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বুধবার এসইসির কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।



১:১ অনুপাতে রাইট শেয়ার অনুমোদনের ফলে প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারা একটি করে রাইট শেয়ার পাবেন। প্রতিষ্ঠানটির একশ’ টাকা অভিহিত মূল্যের প্রতিটি রাইট শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারদের আড়াইশ’ টাকা প্রিমিয়ামসহ ৩শ’ ৫০ টাকা রের্কড ডেটের সময় জমা দিতে হবে।
 
এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র অনোয়ারুল কবির ভুঁইয়া বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, রাইট শেয়ারের টাকা দিয়ে প্রতিষ্ঠানটি পরিশোধিত মূলধন বৃদ্ধি করবে।
    
বর্তমানে এই প্রতিষ্ঠানের সাধারণ শেয়ারের সংখ্যা ৩০ লাখ ৬০ হাজার। সমপরিমান রাইট শেয়ার অনুমোদনের ফলে তাদের শেয়ারের সংখ্যা দাঁড়াবে ৬১ লাখ ২০ হাজার।     

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।