ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিলের চুক্তি স্বাক্ষর বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিলের চুক্তি স্বাক্ষর বৃহস্পতিবার

ঢাকা: দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিল ব্যবহারের জন্য ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্টর’-এর আওতায় বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে বৃহস্পতিবার (১৯ অক্টোবর)।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিল পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে প্রথম পর্যায়ে ৪টি ব্যাংকের সাথে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সকাল ১১টায় চুক্তি স্বাক্ষরিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, প্রকল্পের স্টিয়ারিং কমিটির সদস্য, নির্বাহী পরিচালক এবং বিশ্বব্যাংকের কমকর্তারাও উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫।
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।