ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ত্রুটিযুক্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রয়োজনে পুনরায় নিরীক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০
ত্রুটিযুক্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রয়োজনে পুনরায় নিরীক্ষণ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের ত্রুটিযুক্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এখন থেকে প্রয়োজনে পুনরায় নিরীক্ষণ করতে পারবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এক্ষেত্রে এসইসি তাদের নিজস্ব অডিটর নিয়োগ করবে।



বুধবার এসইসি’র কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 
সভা শেষে এসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবির ভুঁইয়া বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, পুঁজিবাজারে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো প্রতিষ্ঠানের ত্রুটিযুক্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কমিশন প্রয়োজনে পুনরায় অডিট করবে।
 
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান নামসর্বস্ব অডিট ফার্ম দিয়ে নিজেদের ইচ্ছেমাফিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তৈরি করতো। নিজস্ব অডিট বিভাগ না থাকায় এসইসি তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারতো না। ফলে নানা ত্রুটি থাকা সত্ত্বেও সেসব প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন অধিকাংশক্ষেত্রেই অনুমোদন পেয়ে যেত। সাধারণ বিনিয়োগকারীরা ওইসব প্রতিষ্ঠানের শেয়ার কিনে প্রতারিত হতেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।