ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘আয়কর মেলা করদাতাদের উৎসব’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
‘আয়কর মেলা করদাতাদের উৎসব’ ছবি :শাকিল / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: ১২ মাসে ১৩ পার্বণের দেশে আয়কর মেলা করতাদাদের কাছে একটি উৎসব, বললেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
বৃহস্পতিবার সকালে (১৯ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে তিন দিনব্যাপী (১৯-২১ নভেম্বর) শীতকালীন আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


 
এনবিআর চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের ওপর করভার বৃদ্ধি না করে, করনেট বৃদ্ধি করতে এনবিআর প্রয়াস চালাচ্ছে।
 
করদাতাদের ব্যাপক আগ্রহে শীতকালীন আয়কর মেলা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মেলায় করদাতারা ওয়ান স্টপ সেবা পাবেন। মেলার উদ্দেশ্যই হচ্ছে- মানুষের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি করা, কর প্রদানে উদ্বুদ্ধ করা, আয়কর বিভাগ সম্পর্কে ইতিবাচক ধারণা ও আস্থা তৈরি করা।
 
কর প্রদানে হয়রানি হ্রাস করে আন্তরিক সেবা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বোর্ডে সুশাসন আনায়নের কাজ চলছে। এর মাধ্যমে করদাতাদের হয়রানি হ্রাস পাচ্ছে। এনবিআর’কে করদাতাবান্ধব করার পথে অনেক দূর এগিয়েছি। মেলার মাধ্যমে কর কর্মকর্তারা জনগণের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছেন।
 
নাগরিক দায়িত্ব ও দেশপ্রেম থেকে সব নাগরিককে কর প্রদান করতে আহ্বান জানান মো. নজিবুর রহমান।
 
এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আবদুর রাজ্জাক বলেন, প্রথমবারের মতো শীতকালীন আয়কর মেলা হচ্ছে। ঢাকার দু’টিসহ দেশের আটটি স্থানে এ মেলা হচ্ছে। মেলায় করদাতারা রিটার্ন দাখিল, ই-টিআইএন সেবা পাবেন।
 
তিনি বলেন, চলতি অর্থবছর আয়কর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার ৯৩২ কোটি টাকা। এ মেলা আয়কর লক্ষ্যমাত্রা পূরণ ও করদাতাদের সচেতন করতে সহায়তা করবে।
 
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরইউ/আরএম

** কর দিতে ফিক্স ডে নির্ধারণে অর্থমন্ত্রীর পরামর্শ
** দেশে করদাতা হওয়া উচিত ১ কোটি ২০ লাখ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।