ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর মেলা

রাজশাহীতে ২য় দিনে আদায় সাড়ে ৯ লক্ষাধিক টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
রাজশাহীতে ২য় দিনে আদায় সাড়ে ৯ লক্ষাধিক টাকা

রাজশাহী: রাজশাহীতে তিন দিনব্যাপী শীতকালীন আয়কর মেলার দ্বিতীয় দিনে ১৩২জন করদাতার কাছ থেকে মোট ৯ লাখ ৬৩ হাজার ৫শ ২ টাকা আদায় হয়েছে। এদিন নতুন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) নিয়েছেন ২২জন।

রি-রেজিস্ট্রেশন করেছেন একজন।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান রাজশাহী কর অঞ্চল সদর দপ্তরের (প্রশাসন) উপ কর কমিশনার ওয়াকিল আহমেদ।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী কর ভবন প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট সদস্য মাহবুবুর রহমান।

তিন দিনব্যাপী শীতকালীন আয়কর মেলায় টিআইএন রেজিস্ট্রেশন বা রি-রেজিস্ট্রেশনের সুবিধা, ভুল সংশোধনের সুবিধা, আয়কর রিটার্ন দাখিলের সুবিধা, টিআইএন’র সনদ প্রাপ্তির সুবিধা, রিটার্ন ফরম পূরণ সংক্রান্ত পরামর্শ কেন্দ্র, নারী ও প্রতিবন্ধী করদাতাদের জন্য আলাদা পরামর্শ কেন্দ্র, অধিক্ষেত্র সংক্রান্ত তথ্যাদিসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ মেলা শেষ হবে শনিবার।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।