ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কোটিপতি হতে পারেন এসআইবিএল’র স্বর্ণ শিখরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
কোটিপতি হতে পারেন এসআইবিএল’র স্বর্ণ শিখরে ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেলা প্রাঙ্গণ থেকে: ভাবনাহীন ও নিশ্চিন্ত আগামীর জন্য স্বল্পতম সময়ে এবং সহজে কোটিপতি হওয়ার স্বপ্নপূরণের লক্ষ্যে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) চালু করেছে ‘স্বর্ণ শিখর’ মুদারাবা কোটিপতি সেভিংস স্কিম।
 
বুধবার (২৫ নভেম্বর) বাংলা একাডেমিতে শুরু হওয়া জাতীয় ব্যাংকিং মেলায় অংশ নেওয়া সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের স্টলে গিয়ে এ তথ্য জানা যায়।



বুধবার বিকেলে মেলায় আগত দর্শনার্থী আব্দুর রহমানের সঙ্গে কথা হয় এসআইবিএল’র স্টলে। তিনি বলেন, কোটিপতি হওয়ার স্বপ্ন সবারই আছে। আর এ স্বপ্ন বাস্তবায়নে সোস্যাল ইসলামী ব্যাংকের এই সঞ্চয় স্কিম গ্রাহকের পছন্দনীয়।
 
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার হোসাইন মাহমুদ বলেন, কোটিপতি হওয়ার স্কিম ‘স্বর্ণ শিখর’ হিসাব খোলার জন্য গ্রাহকের সাড়াও পাওয়া যাচ্ছে বেশ ভালো। আমরা মেলা থেকে গ্রাহককে সব কাগজপত্র ও প্রক্রিয়া সর্ম্পকে অবগত করছি।
 
তিনি বলেন, ইসলামী শরিয়াহ মুদারাবা নীতির ভিত্তিতে হিসাব পরিচালিত হবে। নির্ধারিত মাসিক জমার এই স্কিম করা যাবে ৫ থেকে ১৫ বছর মেয়াদ পর্যন্ত। মেয়াদ শেষে মুনাফাসহ এক কোটি টাকা পাবেন গ্রাহক।
 
এই হিসাবের বিপরীতে জমার ৮০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা নিতে পারবেন গ্রাহক। নিতে পারবেন ডেবিট ও ক্রেডিট কার্ড। মেয়াদ পূর্তির আগে ভাঙানো যাবে হিসাবটি। তবে এক্ষেত্রে সঞ্চয়ী হিসাবের মতো মুনাফা পাওয়া যাবে- যোগ করেন হোসাইন মাহমুদ।
 
এছাড়া ব্যাংকটির ইয়াংস্টার একাউন্ট- ‘দীপ্তি প্রশান্তি’, ‘সুবর্ণ দিগন্ত’, ‘সবুজ ছায়া’, হজ সঞ্চয় ‘কাফেলা’, স্বল্প আয়ের মানুষের জন্য ‘সুখের ঠিকানা’, ‘সোনালী দিন’, নারীদের জন্য বিশেষ সঞ্চয় স্কীম ‘সুবর্ণ রেখা’, ‘সুবর্ণলতা’, জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ‘সবুজ সায়াহ্ন’ ও দ্বিগুণ বৃদ্ধির স্কিম ‘সমৃদ্ধির সোপান’ রয়েছে।
 
ঋণ প্রকল্প রয়েছে, ফ্যামিলি ইমপাওয়ারমেন্ট ইসলামিক মাইক্রো ফাইন্যান্স, হোম ফাইন্যান্স, কনজ্যুমার ফাইন্যান্স, অটো ফাইন্যান্স, এসমএই বিনিয়োগ, এসআইবিএল ইসলামিক ও এজেন্ট ব্যাংকিং।
 
রয়েছে ক্রেডিটে-ডেবিট কার্ড সবিধা। বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক বিনিময়, মুদারাবা স্কিম ডিপোজিট, অ্যাকাউন্ট, ক্যাশ ওয়াকফ ও চার্জ বিহীন ১০, ৫০ ও ১০০ টাকার হিসাব।
 
ব্যাংক সূত্রে জানা গেছে, ৬ লাখ ৯২ হাজার ৩০টি আমানত হিসাব, ৫৬ হাজার ৭১৫টি ঋণ হিসাব, শহরে ৩২টি এটিএম বুথ, ৪টি পয়েন্ট অব সেল মেশিন, ১০৮টি শাখা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫।
এসই/আরইউ/এমজেএফ

** গুণ ছড়াচ্ছে এমটিবি’র ‘গুণবতী’
** ঋণ বিতরণে সবার প্রতি সমান দৃষ্টি দেওয়া উচিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।