ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ কোনোদিন ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
বাংলাদেশ কোনোদিন ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: বাংলাদেশ কোনোদিন ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে দু’দিনব্যাপী চীনা জিঝিয়াং-বাংলাদেশ বিনিয়োগ এবং বাণিজ্য সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



এসময় ঋণ নয়, বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী।

পরিকল্পনা মন্ত্রী বলেন, আমি আমার চীনা বন্ধুদের বলতে চাই, বাংলাদেশ কোনোদিন একবারের জন্যও ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়নি। আমাদের ঋণের পরিমাণ খুবই কম। মাত্র ৩৪ ভাগ। তবে আমরা আর ঋণ চাই না, বিনিয়োগ চাই। আমাদের দেশে বিনিয়োগ বাড়ান।

তিনি বলেন, আপনারা বিনিয়োগ বাড়ালে বাংলাদেশ যেমন উপকৃত হবে ঠিক, তেমনি চীনও উপকৃত হবে। কেননা, উন্নত দেশের দিকে বাংলাদেশ যখন এগুতে থাকবে তখন দরকার হবে বিভিন্ন উপকরণসহ সরাঞ্জামাদি। যা চীনের জন্য বড় বাজার হবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। এর মাধ্যমে আমরা উন্নত দেশের দিকে এগিয়ে যেতে চাই।

একটি গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি বলেন, কেবলমাত্র তিনটি দেশ রয়েছে যারা জিডিপিতে ৫ ভাগের নিচে নামবে না। ওই তিন দেশের মধ্য বাংলাদেশ একটি।

বাংলাদেশ এক সময় চীনের মতো এলিট শ্রেণির দেশে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

চীনা বন্ধুদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি। বাংলাদেশেও বিনিয়োগ করার অনেক সুযোগ আছে। বিনিয়োগের ক্ষেত্রে পৃথিবীর কোনো দেশ ফ্রি হোল্ড মালিকানা দেয় না, বাংলাদেশ দিচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব, প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম মহিউদ্দিন, ডিরেক্টর শেখ ফজলে ফাহিম, বাংলাদেশে চীন দূতাবাসের অর্থনীতি ও বাণিজ্য কাউন্সিলর ওয়াং জিঝিয়াং প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৬,২০১৫
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।