ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চার্জবিহীন হিসাব, জামানতবিহীন ঋণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
চার্জবিহীন হিসাব, জামানতবিহীন ঋণ ছবি : বাদল / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: মিলি শরিফ মনি। পরিচয় দিতে গেলে তাকে বলতে হবে পথশিশু।

পারিবারিক নির্মম পরিহাসের শিকার এ শিশুটির ভাগ্য অনেকটা বদলে দিয়েছে ১০ টাকার ব্যাংক হিসাব।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটরিয়ামে সবার চোখ ভিজিয়ে করছিলো অতীত স্মৃতিচারণ।  

শৈশবেই বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মিলি একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠানের সহয়তা পায়। তবে তার ভাগ্য বদলায় বাংলাদেশ ব্যাংকের একটি পদক্ষেপ। মাত্র ১০ টাকায় বাংলাদেশ ব্যাংক পথ শিশুদের যে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করে দিয়েছে তারই গর্বিত সদস্য মিলি শরিফ মনি।

এক এক করে মনি তার ১০ টাকার ব্যাংক হিসাবে জমা করেছে সাড়ে ৭ হাজার টাকার উপরে। তাকে কোনো প্রকার চার্জ দিতে হয় না। উপরন্তু নিয়মিত মেলে মুনাফা। এই হিসাবের বিপরীতে চাইলে ব্যবসা করতে জামানতবিহীন ঋণও পাবে সে। একথা জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এই ব্যাংক হিসাব দিয়েই ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে পথ শিশু মনি।
 
১০ টাকায় ব্যাংক হিসাব খোলার বিষয়ে মনি জানায়, প্রথম যখন সে ব্যাংক হিসাব খোলে, সেসময় বাংলাদেশ ব্যাংক তার ঈদের খরচ হিসেবে ১ হাজার টাকা দেয়। শুধু তাই নয়, গত বছর ঈদের সময় ১০ টাকার হিসাবধারী প্রত্যেককেই শীতের পোশাক দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
মনি বলে, ব্যাংকে ১০ টাকার হিসাব খুলতে গেলে অনেক সময় দেরি হয়। আবার সঠিক সময়ে ব্যাংকে হিসাব খোলার ফর্ম পাওয়া যায় না। এ কারণে অনেকে ব্যাংক হিসাব খুলতে চায় না।   এ সমস্যার সমাধান দাবি করে এই পথশিশু।

মনির বক্তব্যের পর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক নুরুন নাহার বলেন, ২০২১ সালের মধ্যে কেউ যেনো ব্যাংক বা আর্থিক সেবার বাইরে না থাকে সে উদ্দেশ্যেই বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

তিনি বলেন, এ লক্ষ্যে ১০ টাকার বিনিময়ে স্কুল শিক্ষার্থী ও পথশিশুদের জন্য ব্যাংক হিসাব খেলার ব্যবস্থা করা হয়েছে। এই ১০ টাকার ব্যাংক হিসাবে শুধু তাদের সঞ্চয়ই হবে না, হিসাবের বিপরীতে হিসাবধারীরা উদ্যোক্তা হিসেবে জামানত বিহীন ঋণও নিতে পারবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নওশাদ আলী বলেন, সাড়ে ৭ লাখ পথ শিশুর মধ্যে ২ হাজার ৭শ শিশুর ব্যাংক হিসাব আছে। সে দিক থেকে আমরা খুব একটা সফল না। তবে এ হিসাব খোলার ক্ষেত্রে যে সমস্যা আছে তা আমরা সমাধানের চেষ্টা করবো।
 
তিনি বলেন, মেলা আয়োজনের উদ্দেশ্য ব্যাংক ব্যবস্থায় কি কি উন্নয়ন হয়েছে সে সম্পর্কে সাধারণকে সচেতন করা। সেই সঙ্গে কি কি সমস্যা আছে তা খুঁজে বের করা।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের জুন পর‌্যন্ত ২ হাজার ৭শ ৮১ জন পথ শিশু ব্যাংক হিসাব খুলেছে। এসব ব্যাংক হিসাবে মোট ২০ লাখ টাকা জমা আছে। প্রতি অ্যাকাউন্টে গড়ে এই জমার পরিমাণ ৭৮২ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এএসএস/এসই/এএ

** সব ব্যবসায় রূপালী ব্যাংকের এসএমই ঋণ
** সাউথইস্ট ব্যাংকের এফডিআরে সর্বোচ্চ ইন্টারেস্ট!
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** কোটিপতি হতে পারেন এসআইবিএল’র স্বর্ণ শিখরে
** গুণ ছড়াচ্ছে এমটিবি’র ‘গুণবতী’
** ঋণ বিতরণে সবার প্রতি সমান দৃষ্টি দেওয়া উচিত
** মিডল্যান্ডে টাকা পাবেন আধাঘণ্টায়
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** চার্জ ছাড়াই ক্রেডিট কার্ড দিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক
** স্বপ্ন গড়বে এক্সিমের ‘স্বপ্ন’
** ব্যাংকেও সংস্কৃতি চর্চা করুন
** তৃণমূল সেবায় ন্যাশনাল ব্যাংক
** প্রাইম ব্যাংকের ‘স্বপ্ননীড়’ হোম লোনে সাড়া
** সব পেশার নারীদের জন্য এবি ব্যাংকের ‘সম্পূর্ণা’
** ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।