ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের সোনারগাঁও জনপথ শাখার উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
ন্যাশনাল ব্যাংকের সোনারগাঁও জনপথ শাখার উদ্বোধন

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৮২তম শাখা উত্তরার সোনারগাঁও জনপথ রোডে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই শাখা উদ্বোধন করা হয়।

ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরিফুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য দেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুহাম্মদ বারিকুল্লাহ্ ও এ এস এম বুলবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বনির্ভর গ্রুপের চেয়ারম্যান খন্দকার আব্দুস সালাম, দখিনা রিয়েল এস্টেটের এমডি লে. কর্নেল (অব.) আরিফুল আজম, উত্তরা ১২নং সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার ইউনুস আলী মোল্লা ও সেক্রেটারি এ কে এম নাসির উল্লাহ্।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সোনারগাঁও জনপথ শাখার ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট লুৎফর রহমান ভুঁইয়া।

ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, উত্তরায় ১২নং সেক্টরের সোনারগাঁও জনপথ রোডে ন্যাশনাল ব্যাংকের এ শাখা খুলতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। তিনি এলাকার জনগণকে ন্যাশনাল ব্যাংকের আধুনিক ব্যাংকিং ধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং বিশেষ করে বৈদেশিক রেমিট্যান্সের ক্ষেত্রে সুবিধা গ্রহণের পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।