ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুয়াকাটায় ‘সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস’র যাত্রা শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
কুয়াকাটায় ‘সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস’র যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় থ্রি-স্টার মানের ‘সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

গত মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা সিকদার ফিতা কেটে রিসোর্টের উদ্বোধন করেন।



এ সময় জয়নুল হক সিকদার বলেন, কুয়াকাটায় ‘সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস’ এ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকরা এ রিসোর্টে সাধ্যের মধ্যে মানসম্পন্ন থাকা-খাওয়ার সুবিধা পাবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিকদার গ্রুপের পরিচালক রণ হক সিকদার, মমতাজুল হক, লিসা ফাতেমা হক, জেফরী সিকদার ও মেন্ডি সিকদার।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।