ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় ব্র্যাক ব্যাংকের ১৬৬তম শাখা উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
আশুলিয়ায় ব্র্যাক ব্যাংকের ১৬৬তম শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): উন্নত গ্রাহকসেবার লক্ষ্যে সাভারের আশুলিয়ায় উদ্বোধন করা হয়েছে ব্র্যাক ব্যাংকের ১৬৬তম শাখা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশুলিয়ার বলিভদ্র বাজারের সলিম প্লাজায় ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হুসাইন।



প্রধান অতিথি সেলিম আরএফ হুসাইন বলেন, বৃহত্তর ব্র্যাক পরিবারের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় আরও বেশি মানুষের কাছে পৌঁছানো ও নেটওয়ার্ক বিস্তৃত করার কাজ করে। এ শাখায় এখন থেকে শিল্প এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা পাবেন।

ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক নিরলস কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান, ব্র্যাঞ্চ ব্যাংকিংয়ের প্রধান আবেদুর রহমান সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধন শেষে মিলাদ মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।