ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

৫০ বিলিয়ন ডলার আয়ে গবেষণা করবে ‘সিবাই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
৫০ বিলিয়ন ডলার আয়ে গবেষণা করবে ‘সিবাই’

ঢাকা: পোশাক শিল্পে রফতানির মাধ্যমে ৫০ বিলিয়ন  ডলার (৫ হাজার কোটি) আয় অর্জনে গবেষণা করবে সেন্টার ফর এক্সিলেন্স বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ (সিবাই-CEBAI)।

গবেষণা প্রতিষ্ঠান সিবাই’র যাত্রা উপলক্ষে এ কথা বলেন বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান।



রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে বিজিএমইএ ভবনে বিজিএমইএ ও আইএলও’র  মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান বলেন, ২০২১ সাল নাগাদ ৫০ বিলিয়ন ডলার পোশাক রপ্তানির জন্য গবেষণা করবে ‘সিবাই’। এটি স্বাধীনভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, দেশে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে, এটা ঠিক। ‘সিবাই’র মাধ্যমে পোশাক শিল্পের মধ্যম সারির কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।

পোশাক খাতের কর্মীদের প্রশিক্ষণ এবং এর উন্নয়নে ‘সিবাই’ নামে এ গবেষণা প্রতিষ্ঠান চালু করলো এখাতের রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

এতে ৫০ শতাংশ অর্থায়ন করবে বিজিএমইএ। আর বাকি ৫০ শতাংশ আসবে বিভিন্ন দাতা সংস্থা ও পোশাকের বিদেশি ক্রেতাদের কাছ থেকে।

প্রাথমিক অবস্থায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এতে সাড়ে তিন লাখ ডলার অর্থ সহায়তা করছে। যাতে সম্পৃক্ত রয়েছে সুইডিশ সরকার এবং দেশটির ক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।