ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রমজানে সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ৮০ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১০
রমজানে সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ৮০ টাকা

ঢাকা: আসন্ন রমজান উপলক্ষে ভোক্তা সাধারণের সুবিধার্থে মিলগেটে প্রতিকেজি সয়াবিন (লুজ) তেলের সর্বোচ্চ মূল্য ৭৬ টাকা, পাম সুপার (লুজ) তেল ৭২ টাকা এবং পামঅয়েলের (লুজ) ৬৯ টাকায় নির্ধারণ করা হয়েছে।

খুচরা পর্যায়ে এগুলোর সর্বোচ্চ বিক্রি মূল্য হবে প্রতিকেজি সয়াবিন (লুজ) তেল ৮০ টাকা, পাম সুপার (লুজ) ৭৬ টাকা এবং পাম অয়েল (লুজ) ৭৩ টাকা।



শুক্রবার থেকে এ দর কার্যকর হবে।
 
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্য সচিব মো. গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই প্রতিনিধি, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি এম এ রউফ চৌধুরী, তেল কল মালিক ও আমদানিকারকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।