ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্কেন্টাইল ব্যাংকে যোগ দিলেন মশিউর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
মার্কেন্টাইল ব্যাংকে যোগ দিলেন মশিউর রহমান

ঢাকা: বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন কাজী মশিউর রহমান।  

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তিন বছরের জন্য তিনি যোগ দেন।



এর আগে কাজী মশিউর রহমান ২০০৭ সালের ৪ জুন থেকে ২০১১ সালের ১৪ অক্টোবর পর্যন্ত এক্সিম ব্যাংকের এমডি ছিলেন। তার আগে ছিলেন প্রাইম ব্যাংকের এমডি। মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেওয়ার মাধ্যমে তিনি নতুন করে ব্যাংকিং পেশা শুরু করলেন।
বৃহস্পতিবার মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন বাংলানিউজকে বলেন, এহসানুল হকের মেয়াদ শেষ হওয়ায় পর্ষদ নতুন এমডি নিয়োগ করতে কাজী মশিউর রহমানের প্রস্তাব করে বাংলাদেশ ব্যাংকে পাঠায়। বাংলাদেশ ব্যাংক ৭ জানুয়ারি যোগদানের অনুমোদন দেয়।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।