ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের চেয়ার-টেবিল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের চেয়ার-টেবিল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): খুলনা নিউজপ্রিন্ট মিলের আমদানি পণ্য অনিয়মের মাধ্যমে নিলামের অভিযোগে দায়েরকৃত মামলায় বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের ব্যবহৃত চেয়ার-টেবিল জব্দ করা হয়েছে।

আদালতের নির্দেশে বুধবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে জব্দকৃত মালামাল কাস্টমস থেকে বের করে নেওয়া হয়।



তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘটনাটি গোপন রাখা হলেও বৃহস্পতিবার বিকেলে তা ফাঁস হয়ে যায়।

বিষয়টি নিয়ে বেনাপোল কাস্টমসের বিভিন্ন দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো কথা মন্তব্য করতে রাজি হননি।

জানতে চাইলে যশোর জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন চেয়ার-টেবিল জব্দের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, তিনি কেবল আদালতের নির্দেশ পালন করেছেন।

সূত্র জানায়, ১৯৯৯ সালে খুলনা নিউজপ্রিন্ট মিলের একটি আমদানি পণ্য কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকারককে না জানিয়ে নিলামে তোলে। ২০০০ সালে ওই আমদানিকারক ক্ষতিপূরণ দাবি করে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে।

অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় আমদানিকারককে ক্ষতিপূরণ পরিশোধের জন্য কাস্টমস কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ এই অর্থ পরিশোধ না করায় সম্প্রতি কাস্টমস অফিসে কর্মকর্তাদের ব্যবহৃত চেয়ার-টেবিল জব্দের নির্দেশ নে আদালত।

আদালতের নির্দেশ রাতে জব্দকৃত মালামাল কাস্টমস থেকে বের করে যশোরে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।