ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হতদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির অর্থ ব্যাংকের মাধ্যমে দেবে সরকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, জুন ৬, ২০১০

ঢাকা: হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির টাকা ব্যাংকের মাধ্যমে দেওয়ার  চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক মিকাইল রুতোভ্স্কি খাদ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় মন্ত্রী একথা বলেন।

ওই বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে একথা জানিয়েছেন।

এর আগে বিশ্বব্যাংক কর্মকর্তার সঙ্গে বৈঠকে মন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত গড়ে তুলতে গুদামগুলোর ধারণক্ষমতা বাড়ানোর জন্য বিশ্বব্যাংকের সহযোগিতা চান।

জবাবে খাদ্যগুদাম নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন মিকাইল রুতোভ্স্কি।

বিশ্বব্যাংক প্রতিনিধি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সহযোগিতা দিতে প্রস্তুত। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ব্যাংকের মাধ্যমে মজুরি পরিশোধের পদ্ধতি চালুতে বিশ্বব্যাংক সহযোগিতা দেবে। বিশ্বব্যাংকের পরবর্তী কর্মসূচিতে খাদ্য গুদাম নির্মাণে সহায়তা দেওয়ার প্রচেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ২৫ মে ২০১০.
ইউবি/কেএল/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।