ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনার শের-ই-বাংলার ব্যবসায়ীদের পুনর্বাসন দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
খুলনার শের-ই-বাংলার ব্যবসায়ীদের পুনর্বাসন দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার শের-ই-বাংলা বিপণীকেন্দ্রের ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক ব্যবসায়ী পুনর্বাসনের দাবিতে কালো পতাকাসহ মোটরসাইকেল মিছিল করেছেন।

সোমবার (১৪ মার্চ) দুপুরে শের-ই-বাংলা বিপণীকেন্দ্রের দোকান ঘর মালিক সমিতিরি উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।



মিছিল শেষে বিপণীকেন্দ্রের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি চ ম মুজিবর রহমান।

এ সময় তিনি বলেন, দেড় শতাধিক ব্যবসায়ী রেলওয়ের লাইসেন্স নিয়ে সরকারের সব ধরনের রাজস্ব দিয়ে আধাপাকা দোকান-ঘর করে দীর্ঘ ৪২ বছর ধরে ব্যবসা করে আসছেন। এই ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান যুক্ত। রি-মডেলিং রেলস্টেশন নির্মাণ কাজ শুরু হওয়ায় অধিকাংশ ব্যবসায়ী উচ্ছেদের শিকার হয়েছেন।

তিনি অভিযোগ করেন, ২০১৫ সালের জুন মাসে রেলমন্ত্রীসহ সংশ্লিষ্ট দফতরের শীর্ষ কর্তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তাকে (পাকশি) নির্দেশ দিয়েছিলেন। আট মাস পেরিয়ে গেলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় চরম হতাশায় ভুগছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

তবে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (পাকশি)  মোস্তাক আহমেদ বাংলানিউজকে বলেন, রেলওয়ের লাইসেন্স প্রাপ্ত জমি রেলের প্রয়োজনে যে কোনো মূহুর্তে কর্তৃপক্ষ নিয়ে নিতে পারে। এ জন্য পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।