ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নবাবগঞ্জে বসুন্ধরা সিমেন্ট নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
নবাবগঞ্জে বসুন্ধরা সিমেন্ট নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্মাণ কারিগরদের আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে রাজমিস্ত্রিদের নিয়ে কর্মশালা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট।  
 
বৃহস্পতিবার (২৪ মার্চ) ঢাকার নবাবগঞ্জে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



কর্মশালায় নির্মাণসামগ্রী ও মানসম্মত কাজের ওপর দিকনির্দেশনামূলক আলোচনা করেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সম্মেলনে রাজমিস্ত্রিরা বসুন্ধরা সিমেন্টের গুণগত মানের কথাও তুলে ধরেন।
 
কর্মশালায় বক্তার জানান, দেশের সর্বোচ্চ উৎপাদনক্ষমতা সম্পন্ন আধুনিক কারখানা রয়েছে একমাত্র বসুন্ধরা সিমেন্টের। সবচেয়ে বেশি সিমেন্ট (৫ দশমিক ৫ মিলিয়ন টন) উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছে জার্মান প্রযুক্তির ভিআরএম, যা সিমেন্টের সূক্ষ্মতা বাড়িয়ে দেয় এবং স্থাপনার দীর্ঘস্থায়ী শক্তির নিশ্চয়তা দেয়।

বসুন্ধরা সিমেন্টের কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপে স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড প্রযুক্তি অনুসরণ করা হয় বলেও জানান তারা।
 
বক্তারা আরও জানান, বসুন্ধরা সিমেন্টের অন্যতম প্রধান উপাদান স্ল্যাগ। এই স্ল্যাগ ক্ষতিকর সালফার ও ক্লোরাইড প্রতিরোধক। ফলে বসুন্ধরা সিমেন্টে সালফার ও ক্লোরাইড রেজিস্ট্যান্স সিমেন্ট হিসেবেও ব্যবহার করা যায়। ভালো সিমেন্ট চেনার উপায় ও গুণগত মান বিষয়ে কর্মশালায় একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে উঠে আসে দেশের বিভিন্ন স্থাপনার নির্মাণশৈলীর নানা চিত্র।

এতে পদ্মাসেতু, পদ্মাসেতু প্রকল্পের নদীশাসন, পদ্মাসেতু অ্যাপ্রোচ রোড ইত্যাদি প্রকল্পের কাজের চিত্রও তুলে ধরা হয়- যেখানে ব্যবহার করা হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।

সম্মেলনে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. পলাশ আক্তার, এরিয়া সেলস ম্যানেজার মো. সাইফুল আলম, ডেপুটি ম্যানেজার ট্যাকনিক্যাল সাপোর্ট প্রকৌশলী কুদরতী এলাহী, এক্সিকিউটিভ টেকনিক্যাল সাপোর্ট প্রকৌশলী শরীফুল ইসলাম, প্রকৌশলী আমীর হামজা, প্রকৌশলী তৌফিকুল ইসলাম ও টেরিটরি সেলস এক্সিকিউটিভ মাহাফুজুল আলম।   
 
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এফবি/টিআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।