ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সরকারকে ৪৩৫ কোটি টাকা লভ্যাংশ দিলো ৪ প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
সরকারকে ৪৩৫ কোটি টাকা লভ্যাংশ দিলো ৪ প্রতিষ্ঠান

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের লভ্যাংশ হিসেবে সরকারকে ৪৩৫ কোটি টাকা জমা দিয়েছে রাষ্ট্রায়ত্ব চারটি আর্থিক প্রতিষ্ঠান।
 
বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি (ইউবিকো) এবং সাধারণ বিমা করপোরেশনের পক্ষ থেকে রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ সংক্রান্ত লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়।


 
বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)  চেয়ারম্যান ও অর্থসচিব মাহবুব আহমেদ ও নির্বাহী পরিচালক এসএম ফরমানুল ইসলাম প্রতিষ্ঠানের ৩৫০ কোটির টাকার চেক অর্থমন্ত্রীকে দেন।
 
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), চেয়ারম্যান মজিব উদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক ইফতিখার-উজ-জামান প্রায় ৬০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
 
ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির (ইউবিকো) ডেপুটি চেয়ারম্যান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ড. এএম আকবর ৮৩ লাখ টাকার চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন।
 
এছাড়া সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান ড. সোহরাব উদ্দিন একচুয়ারি ও ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শামাম আখতার ২৫ কোটি টাকা লভ্যাংশের চেক তুলে দেন।
এসময় মুহিত বলেন, প্রতি বছরই কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান লভ্যাংশ দেয়। এ উৎসব আমার কাছে ভালো লাগে। কারণ এতে বোঝা যায়, কোন কোন সরকারি প্রতিষ্ঠান সফলভাবে পরিচালিত হচ্ছে। বিশেষ করে যারা লাভ করে। সরকারি প্রতিষ্ঠানের বেশিরভাগ জনসেবার কাজে সম্পৃক্ত। সেজন্য তাদের কাছ থেকে এ রকম লভ্যাংশ আশা করা ঠিক নয় বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
 
এসময় আরও বক্তব্য দেন অর্থসচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. ইউনুসুর রহমান, সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান ড. সোহরাব উদ্দিন একচুয়ারি ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) নির্বাহী পরিচালক এসএম ফরমানুল ইসলাম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।