ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বুধবারের মধ্যে বাজার তদারকির রিপোর্ট চেয়েছে এসইসি

এসএম গোলাম সামদানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
বুধবারের মধ্যে বাজার তদারকির রিপোর্ট চেয়েছে এসইসি

ঢাকা: বুধবারের মধ্যে বাজার তদারকির রিপোর্ট দেওয়ার জন্য দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার বিকালে এসইসি’র সারভেইল্যান্স অ্যান্ড মনিটরিং বিভাগ থেকে এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) চিঠি দেওয়া হয়েছে।


 

চিঠিতে দুই স্টক এক্সচেঞ্জের সারভেইল্যান্স বিভাগ বাজার তদারকি করে কোনো অনিয়ম পেয়েছে কিনা এবং পেয়ে থাকলে তারা এ বিষয়ে কি ব্যবস্থা নিয়েছে বা নিতে যাচ্ছে তা বুধবাবের মধ্যে জানাতে বলা হয়েছে।
    
এ বিষয়ে এসইসির নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘ডিএসই ও সিএসইর সারভেইল্যান্স বিভাগ বাজার তদারকিকালে তারা কি পেয়েছে এবং অনিয়ম পেয়ে থাকলে কি ব্যবস্থা নিয়েছে বা েিনবে তা জানতে চেয়ে মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জকেই চিঠি দেওয়া হয়েছে। বুধবাবেব মধ্যে চিঠির জবাব চাওয়া হয়েছে দুই স্টক এক্সচেঞ্জের কাছে।

স্থানীয় সময় ১৯২৬ ঘন্টা ১০ আগষ্ট ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।