ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষি পদক পদক পেলেন আলীমুল এহছান চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, জুন ২১, ২০১৬
কৃষি পদক পদক পেলেন আলীমুল এহছান চৌধুরী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও বাজারজাতকরণে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ কৃষিপদক পেয়েছেন সিলেটের আলীমুল এহছান চৌধুরী।

 

সোমবার (২০ জুন) বিকেলে রাজধানী ঢাকার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে তার হাতে এ পদক তুলে দেন রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ।


 
আলীমুল এহছান সিলেটের আলীম ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার বাবা কৃষি উন্নয়নে রাষ্ট্রপ্রতি পদকপ্রাপ্ত এম এ আলীম চৌধুরী ১৯৯০ সালে কৃষি যন্ত্রপাতির উদ্ভাবক এ প্রতিষ্ঠান গড়ে তোলেন।
 
বক্তৃতায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, কৃষি কেবল অর্থনীতির প্রাণশক্তি নয়, তা আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের শেকড়ও বটে। তাই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে কৃষিখাতের অগ্রগতি অব্যাহত রাখতে সকলকে নিরন্তর প্রয়াস চালাতে হবে।
 
অনুষ্ঠানে আলীমুল এহছান চৌধুরীসহ মোট ৭ জনকে কৃষিপদক দেওয়া হয়।
 
দেশে প্রথম আলীম ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড উদ্ভাবিত আলীম ধান মাড়াই কল ও পাওয়ার টিলার এদেশের আপামর কৃষক সমাজের আন্তরিক স্বীকৃতি পায়।
 
আলীমুল এহছান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত অত্যাধুনিক প্রযু্ক্তির আলীম রাইস রিপার, যার মাধ্যমে স্বল্প সময়ে ও কম খরচে দৈনিক একজন লোকের পক্ষে ৮ থেকে ১০ বিঘা জমির ফসল কেটে উত্তোলন সম্ভব হচ্ছে। একইসঙ্গে সংযোজিত আলীম ভেনটিলেটিং /সারকিউলেটিং রাইস ড্রায়ারের রয়েছে দৈনিক ২ থেকে ১০ টন পর্যন্ত ধান শুকানোর ক্ষমতা।

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আলীম ইন্ড্রাস্ট্রিজের ধান ও গম মাড়াইকল, পাওয়ার টিলার, হাইড্রোটিলার, রাইস ড্রায়ার, চপার, ফার্টিলাইজার স্প্রেডার ইত্যাদি কৃষি য্ন্ত্রপাতি কৃষকরা ব্যব্হার করে লাভবান হচ্ছেন। আলীমুল এহছান চৌধুরী উদ্ভাবিত আলীম ইন্ড্রাস্ট্রিজের এসকল কৃষি যন্ত্রপাতি দেশে প্রথম উদাহরণ হিসেবে কপিরাইট ও ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অর্জন করে।

আলীম ইন্ড্রাস্ট্রিজ ইতোপূর্বে সেরা কৃষি যন্ত্রপাতির উদ্ভাবক হিসেবে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক কৃষি পদকে ভূষিত হয়।

বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।