ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জোসনা ট্রেডার্স থেকে কোটি টাকার শুল্ক আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুন ২২, ২০১৬
জোসনা ট্রেডার্স থেকে কোটি টাকার শুল্ক আদায়

ঢাকা: চীন থেকে কাপড় আমদানিতে মিথ্যা ঘোষণা এবং ওজন কম দেখিয়ে প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়েছে রাজধানীর শায়েস্তা খান রোডের মেসার্স জোসনা ট্রেডার্স।
 
বুধবার (২২ জুন) মামলার বিচারিক প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানটি থেকে ব্যক্তিগত জরিমানাসহ ৯৮ লাখ টাকার শুল্ক আদায় করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।


 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে এ তথ্য জানান।
 
তিনি জানান, রাজধানীর ৬/বি, শায়েস্তা খান রোডের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জোসনা ট্রেডাস দীর্ঘদিন ধরে চীন থেকে কাপড় আমদানি করে আসছে।
 
একটি কাপড়ের চালান খালাসে চলতি বছরের ১৯ এপ্রিল মেসার্স এসআরএস সিন্ডিকেট সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে বিল অব এন্ট্রি (৭৮৭৫) দাখিল করে।

পণ্য মূল্য কম ও কম ওজন দেখিয়ে প্রতিষ্ঠানটি বিল অব এন্ট্রি দাখিল করেছে এমন গোপন সংবাদে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর অনুসন্ধান শুরু করে।
 
পরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা মংলা কাস্টমসের সহযোগিতায় ২৬ এপ্রিল আমদানিকৃত কন্টেইনার পরীক্ষা করে ওজন ও শুল্কায়ন মূল্যে ব্যাপক গরমিল পায়।
 
এ নিয়ে মংলা কাস্টমসে একটি মামলা দায়ের করলে প্রায় দেড় মাস বিচারিক প্রক্রিয়া শেষে জরিমানাসহ অতিরিক্ত ৯৮ লাখ টাকা শুল্ক কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
 
এর মধ্যে ৪২ লাখ টাকা ব্যক্তিগত জরিমানা রয়েছে। যদিও আমদানিকারকের ঘোষণা অনুযায়ী শুল্ক ধার্য হতো ১৩ লাখ ৭ হাজার টাকা। মংলা কাস্টমস কমিশনার মামলাটি নিষ্পত্তি করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ২২, ২০১৬
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।