ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংক ও ইউসেপ বাংলাদেশের চুক্তি সই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
ন্যাশনাল ব্যাংক ও ইউসেপ বাংলাদেশের চুক্তি সই

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ইউসেপ বাংলাদেশের সঙ্গে সমঝোতা চুক্তি সই হয়েছে।

রোববার (২৬ জুন) ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্ সৈয়দ আব্দুল বারী এবং ইউসেপ বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার জাকির হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন।

এ সময় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোশতাক আহমেদ ও মো. বদিউল আলম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।