ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদে ৩ দিন বন্ধ থাকবে কাস্টমস হাউস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
ঈদে ৩ দিন বন্ধ থাকবে কাস্টমস হাউস

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিন দেশের সকল কাস্টমস ও শুল্ক স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ৭ জুলাইকে ঈদের দিন ধরে সেদিন ও তার পরের ৮ ও ৯ জুলাই এ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সে হিসাবে, সরকারের তরফ থেকে ১ জুলাই হতে ৯ জুলাই পর্যন্ত সরকারি ছুটি ঘোষিত হলেও কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন ৭, ৮ ও ৯ জুলাই ছাড়া বাকি দিনগুলোতে খোলা থাকবে।
 
সোমবার (২৭ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র সদস্য (শুল্কনীতি) মো. ফরিদ উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
 
আদেশে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন এবং ৮ ও ৯ জুলাই চট্টগ্রাম, ঢাকা, মংলা, বেনাপোল, পানগাঁও কাস্টমস হাউস, ঢাকা বন্ড কমিশনারেট, শুল্ক স্টেশন বন্ধ থাকবে।
 
দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে এ তিনদিন ছাড়া অন্য দিনগুলোতে দেশের সব কাস্টমস হাউস, শুল্ক স্টেশন ও বন্ড কমিশনারেট খোলা থাকবে।
 
এসব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন এলাকায় বন্দর, ব্যাংক ও অন্যান্য অত্যাবশ্যক স্টেকহোল্ডিং প্রতিষ্ঠানও খোলার রাখার অনুরোধ করা হয়েছে আদেশে।
 
আদেশে আরও জানানো হয়, ছুটির ফাঁকে ৭ জুলাই সন্ধ্যা ৭টা থেকে ৯ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের আপগ্রেডেশনের কাজ চলবে।
 
তবে ওই সময় জরুরি রপ্তানির কাজ ম্যানুয়ালি ব্যবস্থায় করা হবে। এ নির্দেশ বাস্তবায়নে সকল কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, রোজা ২৯টি হওয়ার কারণে যদি ৬ জুলাই ঈদ উদযাপিত হয়, সেক্ষেত্রে ঈদের দিন কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ থেকে তারপর দিন কার্যক্রম চালু হবে। তবে ৭ জুলাই সকালে চালু হলেও আবার সন্ধ্যার আগেই অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের আপগ্রেডেশনের কাজে বন্ধ হয়ে যাবে স্টেশনগুলো।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
আরইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।