ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্রেক্সিটের প্রভাব পড়বে না বাংলাদেশের অর্থনীতিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
ব্রেক্সিটের প্রভাব পড়বে না বাংলাদেশের অর্থনীতিতে

ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেন সরে দাঁড়ালেও আগামীতে ব্যাবসা-বাণিজ্যে বাংলাদেশের জন্য এর কোনো প্রভাব পড়বে না বলে মত দিয়েছেন ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত ড. টমাস প্রিন্স।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মত দেন।

টমাস প্রিন্স বলেন, আমি মনে করি ব্রেক্সিটের প্রভাব পড়বে না বাংলাদেশের অর্থনীতিতে। ইইউর দেশগুলোর সঙ্গে আগের মতো অর্থনৈতিক কর্মকাণ্ড চললেও, প্রয়োজনে ব্রিটেনের সঙ্গে সমঝোতা করে নেবে বাংলাদেশ।

‘এদিকে, পণ্য পরিবহন (কার্গো) ব্যবস্থাপনার মাধ্যমে জার্মানিতে পণ্য যেতে এই ব্রেক্সিটের কোনো প্রভাব পড়বে না। ইইউ থেকে বের হলেও ব্রিটেনের সঙ্গে বাণিজ্যের বিষয়ে ভবিষ্যতে সমঝোতার সুযোগ সব সময়ই বাংলাদেশের রয়েছে,’ যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।