ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাজেট ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করা করেছে।

বৃহস্পতিবার (৩০ জুন) জেলা পরিষদের কনফারেন্স রুমে পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা এ বাজেট ঘোষণা করেন।

 

বাজেটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৫৭ কোটি ৩০ লাখ টাকা ও নিজস্ব খাত থেকে ২ কোটি ৭০ লাখ টাকা আয় দেখানো হয়েছে। বাজেটে যোগাযোগ খাতে সর্বোচ্চ ১৭ শতাংশ বাজেট প্রস্তাব করা হয়।  

এছাড়া চলতি অর্থ-বছরে ৪৬ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে।

বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সদস্য হাজি মুছা মাতব্বর, অংসুইপ্রু চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ৩০ জুন, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।