ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুয়েত ও বাহরাইনের সঙ্গে চুক্তির প্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
কুয়েত ও বাহরাইনের সঙ্গে চুক্তির প্রস্তাব অনুমোদন

ঢাকা: কুয়েত ও বাহরাইনের সঙ্গে দ্বি-পক্ষীয় পুঁজি বিনিয়োগ সংক্রান্ত দুইটি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

 

সোমবার (১১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দ্বি-পক্ষীয় পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তির অনুসমর্থন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আগে শিল্পমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী চুক্তি দু’টিতে স্বাক্ষর করেন। আজ মন্ত্রিসভার বৈঠকে চুক্তি দু’টির অনুমোদন দেওয়া হয়। ফলে আমরাও সেদেশে বিনিয়োগ করতে পারবো, তারাও আমাদের দেশে বিনিয়োগ করতে পারবে।

বাংলাদেশ কীভাবে লাভবান হবে- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, কুয়েত বা বাহরাইনের বিনিয়োগকারী, শিল্পপতি, উদ্যোক্তরা বিনিয়োগ করতে চাইলে সহজেই আমাদের দেশে আসতে পারবেন। লিগ্যাল ইনস্ট্রুমেন্ট ফ্রেমওয়ার্ক চুক্তির মাধ্যমে হয়েছে।

‘পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে রেটিফিকেশন সনদ দেবে। তখন তারা এখানে বিনিয়োগ করতে পারবেন। আর আমাদের দেশের যারা বিনিয়োগ করতে চান- তারাও কুয়েত বা বাহরাইনে বিনিয়োগ করতে পারবেন। ’

‘বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের বিধি নিষেধ এই দু’টি দেশের জন্য আর থাকলো না,’ জানান শফিউল আলম।
 
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা জুলাই ১১, ২০১৬
এমআইএইচ/জিসিপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।