ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ইউনাইটেড সিটি আইটি পার্ক’ করছে ইউনাইটেড গ্রুপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
‘ইউনাইটেড সিটি আইটি পার্ক’ করছে ইউনাইটেড গ্রুপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘ইউনাইটেড সিটি আইটি পার্ক’ নামে ইউনাইটেড গ্রুপ লিমিটেডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে প্রাক-যোগ্যতা সনদপত্র প্রদান করা হয়েছে।
 
সোমবার (১৮ জুলাই) রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে এ সনদ প্রদান করা হয়।


 
‘ইউনাইটে সিটি আইটি পার্ক’র ব্যবস্থাপনা পরিচালক মালিক তালহা ইসমাইল বারীর হাতে সনদপত্র তুলে দেন বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
 
তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ শিল্পাঞ্চল প্রতিষ্ঠায় বেসরকারি উদ্যোগে এটি প্রথম অর্থনৈতিক অঞ্চল। আর বেসরকারি উদ্যোগে ৮ম বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
 
মালিক তালহা বলেন, এ আইটি পার্কে ছাত্র-ছাত্রীরা বেশি সুযোগ পাবেন। তথ্যপ্রযুক্তি খাত বাংলাদেশে মাত্র প্রস্তুত হচ্ছে, এ মুহুর্তে এমন একটি পার্ক খুবই দরকার।
 
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে রাজধানীর আশপাশে বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী। সেজন্য গুলশান থেকে মাত্র ২ কিলোমিটার দূরের এ স্থান বেছে নেওয়া হয়েছে।
 
সাড়ে ৪ লাখ বর্গফুট ডেভেলপ করা হবে। সম্ভাবনা দেখলে পাশের জায়গায় আরো বড় আকারে একটি আইটি পার্ক করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মালিক তালহা।
 
বাড্ডা ও ভাটারা থানার সাতারকুল মৌজায় ২ দশমিক ৪৩ একর ভূমিতে কয়েকটি সুউচ্চ দালান নির্মাণ করা হবে। ইতোমধ্যে জমি নিয়েছে ইউনাইটেড গ্রুপ।
 
আগামী ২ বছরের মধ্যে এ পার্কের ডেভেলপ কাজ করা হবে। এতে কম্পিউটার সফটওয়্যার, হার্ডওয়্যার ও সফটওয়্যার ডেভেলপিং কোম্পানি সুযোগ পাবে।
 
বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ‘শিল্পাঞ্চল স্থাপনে জমির বাঁধা দূর হয়েছে। বেসরকারি খাতে এ শিল্পাঞ্চল স্থাপনে আরো ২০টির বেশি আবেদন রয়েছে’।
 
‘আইটি খাতে সব দেশ এগিয়ে গেলেও আমরা অনেক পিছিয়ে। ভারত গত বছর ৮২ বিলিয়ন ডলার আর আমরা ১৩ কোটি ২০ লাখ ডলারের সফটওয়্যার রফতানি করেছি’।
 
তিনি বলেন, ‘আইটি খাতে এমন হতাশা কাটাতে বড় বিনিয়োগকারীদের আমরা সব সময় উৎসাহ প্রদান করেছি। সেক্ষেত্রে ইউনাইটেড গ্রুপ এ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে’।
 
অনুষ্ঠানে  বেজা’র নির্বাহী সদস্য ড. মো. এমদাদুল হক, মোহাম্মাদ আব্দুস সামাদ, হরি প্রসাদ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

** আইটি খাতে প্রথম ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ হবে বাড্ডায়
 
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।