ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘আইন-কানুন করেও দুর্নীতি কমছে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
‘আইন-কানুন করেও দুর্নীতি কমছে না’

ঢাকা: আইন-কানুন করেও দুর্নীতি কমানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার (২৪ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলরুমে ‘বৈষম্য ও দারিদ্র্য নিরসনে বাজেট ও অন্যান্য নীতি-কঠামোর ভূমিকা’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আবুল মাল আবদুল মুহিত বলেন, আইন-কানুন করেও দেশে দুর্নীতি কমানো যাচ্ছে না। দুর্নীতি কমাতে আগামী বছর থেকে সব ক্ষেত্রে ই-টেন্ডার চালু করা হবে।

অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আয়ের তুলনায় দেশের মানুষকে যে সামাজিক সুরক্ষা দেওয়া হয়, তা অচিন্তনীয়। ১৯৯৭-৯৮ সাল থেকে মানুষকে সামাজিক সুরক্ষায় আনা হয়েছে। বর্তমানে ৬০ শতাংশ মানুষকে সরকার পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়।

বিধবা-বৃদ্ধসহ কোনো লোকই মিথ্যা তথ্য দিয়ে এ সুবিধা নিচ্ছেন না বলেও মনে করেন তিনি।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশের দারিদ্র্যের যে কাঠামো রয়েছে, সেই কাঠামোই দারিদ্র্য নিরসনের প্রথম সমস্যা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে ধনী থেকে দরিদ্র হয়ে যাওয়ার সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানের উদ্যোগের পাশাপাশি ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা মানুষকেও দারিদ্র্যের হাত থেকে রক্ষা করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, দারিদ্র্য ও বৈষম্য দূর করতে হলে খাদ্য অধিকার আইন ও ইন্টারনেট প্রাপ্তির অধিকার আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি মানসম্মত শিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।

সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘২০১৫ সালের মধ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (এমডিজি) অর্জন করবো। তা অনেক অংশে অর্জন করতে পেরেছি’।

সাবেক মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং মানবাধিকার সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) চেয়ারপারসন ডা. দীপু মনির সভাপতিত্বে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ফখরুল ইমামসহ সরকার দলীয় এমপি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এপিপিজিএসের সেক্রেটারি জেনারেল শিশির শীল।

দেশের বৈষম্য ও দারিদ্র্য নিরসনে বাজেটে গ্রাম ও শহরের মানুষের মধ্যকার বৈষম্য দূর করার পাশাপাশি রংপুর অঞ্চলে শিল্পকারখানা গড়ে তুলতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন ও অক্সফ্যামের প্রোগ্রাম ডিরেক্টর এম বি আখতার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এমএফআই/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।