ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রমিক কল্যাণ তহবিলে প্রথমবার মেঘনা পেট্রোলিয়ামের অর্থ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
শ্রমিক কল্যাণ তহবিলে প্রথমবার মেঘনা পেট্রোলিয়ামের অর্থ

ঢাকা: প্রথমবারের মতো মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তাদের লভ্যাংশের একটি অংশের তিন কোটি চার লাখ টাকা শ্রমিক কল্যাণ তহবিলে প্রদান করেছে।
 
রোববার (২৪ জুলাই) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের হাতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর ছাইফুল্লাহ আল খালেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চেকটি হস্তান্তর করেন।


 
শ্রম মন্ত্রণালয় জানায়, দেশীয় ও মাল্টিন্যাশনাল মোট ৭০টি কোম্পানির লভ্যাংশের একটি অংশ এ তহবিলে জমা দিয়েছে। এখন পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ ১৫৩ কোটি টাকার বেশি।
 
দুঘর্টনাজনিত কারণে মৃত্যু, স্থায়ীভাবে অক্ষম, দুঘর্টনায় আহত শ্রমিকের জরুরি চিকিৎসা, শ্রমিকদের মাতৃত্বকালীন ভাতা, শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তির অর্থ এ তহবিল থেকে ব্যয় করা হচ্ছে। এছাড়া প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিকখাতে নিয়োজিত শ্রমিকদের যৌথ বিমার প্রিমিয়ামের অর্থও দেওয়া হয়। এ তহবিল থেকে এখন পর্যন্ত দুই কোটি টাকারও বেশি সহায়তা প্রদান করা হয়েছে।
 
শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, যুগ্মসচিব ম. আ. কাশেম মাসুদ, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে উপ মহা-ব্যবস্থাপক গোলাম হায়দার, মেঘনা পেট্রোলিয়ামের শ্রমিক ইউনিয়ন (সিবিএ), চট্টগ্রামের সভাপতি নাসিরউদ্দিন আহমদ শাহ এবং সাধারণ সম্পাদক সাদিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।  
 
গত দুই অর্থবছরে মেঘনা পেট্রোলিয়াম  লভ্যাংশ থেকে ২৭ কোটি ১২ লাখ টাকা তাদের শ্রমিকদের মধ্যে বিতরণ করেছে বলে চেক প্রদান অনুষ্ঠানে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।