ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সম্প্রসারণ প্রকল্পে প্রিমিয়ার সিমেন্ট, উৎপাদনক্ষমতা হবে দ্বিগুণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
সম্প্রসারণ প্রকল্পে প্রিমিয়ার সিমেন্ট, উৎপাদনক্ষমতা হবে দ্বিগুণ

ঢাকা: প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে বড় ধরনের সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে সিমেন্ট খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট।   এর মধ্য দিয়ে উৎপাদনক্ষমতা দ্বিগুণ করতে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ প্রতিষ্ঠানটি।

রোববার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্তৃপক্ষ জানায়, প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে বড় ধরনের এ সম্প্রসারণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির দৈনিক উৎপাদনক্ষমতা আট হাজার মেট্রিক টন। সম্প্রসারণের পর এ উৎপাদনক্ষমতা বেড়ে দাঁড়াবে দৈনিক ১৬ হাজার মেট্রিক টন।

এ সম্পর্কে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক বলেন, নতুন সম্প্রসারণ প্রকল্পটি হবে বিদ্যুৎসাশ্রয়ী আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব। ২০১৮ সাল নাগাদ এ সম্প্রসারণ প্রকল্প শেষ করার পরিকল্পনা রয়েছে। এতে ব্যয় হবে ৪০০ কোটি টাকা। ব্যাংকঋণ ও নিজস্ব অর্থায়নে প্রকল্প ব্যয় নির্বাহ করা হবে।

সম্প্রসারণের প্রয়োজনীয়তার বিষয়ে তিনি বলেন, গত বছর সিমেন্টের অভ্যন্তরীণ বাজার প্রবৃদ্ধি ছিল ২২ শতাংশ। এ প্রবৃদ্ধি ভবিষ্যতে আরও বাড়বে। দেশের ক্রমবর্ধমান এ বাজারে নিজেদের শক্ত ভিত তৈরির লক্ষ্যে উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রকল্পে যে প্রযুক্তি ব্যবহার করা হবে তাতে উৎপাদন খরচও কমবে।

২০১৩ সালে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিটি দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। স্থিরমূল্য পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহ করে। ২০১৫ সালে সমাপ্ত আর্থিক বছরে প্রতিষ্ঠানটি শেয়ারধারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।