ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলিন্ডার তৈরিতে বাংলাদেশ-ইরানের দু’টি কোম্পানির চুক্তি স্বাক্ষর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
সিলিন্ডার তৈরিতে বাংলাদেশ-ইরানের দু’টি কোম্পানির চুক্তি স্বাক্ষর

ঢাকা: বাংলাদেশে গ্যাস সিলিন্ডার ও ট্যাংক তৈরি করতে ইরানের স্টার ইন্সফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কনজিউম লিমিটেড বাংলাদেশ এবং ইরানের সার্ভিগ্যাস কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে বাংলাদেশে গ্যাস সিলিন্ডার ও ট্যাংক তৈরিতে ১২ লাখ বিলিয়ন ডলারের বিনিয়োগ হবে।


 
সোমবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভেজি।    
 
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা  তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগ বাড়ছে। দেশে ২০২১ সালে মধ্য আয়ের দেশ এবং ২০৪০ সালে উন্নত দেশে হিসেবে গড়ে শেখ হাসিনা সরকার কাজ করছেন।
 
স্বাগত বক্তব্যে ফেডারেল অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, যৌথভাবে এখানে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। আর আগামী এক বছরে মধ্যে উৎপাদন শুরু হবে।
 
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বমানের গ্যাস সিলিন্ডার দেবো, যাতে দেশ আগের চেয়ে ভালো জিনিস পায়। সম্পূর্ণ বাংলাদেশে উৎপাদিত হবে’।
 

মাতলুব আহমাদ জানান, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁও, কিশোরগঞ্জ অথবা মংলা বন্দর- এই তিনটি জায়গার মধ্যে বিশেষজ্ঞ টিম যে জায়গা নির্ধারণ করবে সেখানে কারখানা হবে। এখানে বিশ্বমানের সিলিন্ডারসহ হাউসহোল্ডস দিতে পারবো’।    
 
তিনি বলেন, ‘সিলিন্ডারের জন্য ১২ চাকা ও ১৪ চাকার ট্রাকগুলো নিয়ে আসবো এবং সিলিন্ডারের এখন যে দাম আছে তার চেয়ে ভালো মান ও কম দামে দেবো’।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ইরানের সার্ভিগ্যাস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এস এইচ রাবি, স্টার ইন্সফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কনজিউম লিমিটেডের ভাইস চেয়ারম্যান নুর আলী, এফবিসিসিআই’র সহ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।