ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নওগাঁ থেকে ২০ হাজার ৯৩২ মেট্রিক টন চাল কিনবে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
নওগাঁ থেকে ২০ হাজার ৯৩২ মেট্রিক টন চাল কিনবে সরকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: চলতি বোরো মৌসুমের চাল সংগ্রহ কার্যক্রমের আওতায় সরকার নওগাঁ থেকে ২০ হাজার ৯৩২ মেট্রিক টন চাল কিনবে বলে জানিয়েছেন খাদ্য বিভাগ।

 

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) আনোয়ার হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বোরো মৌসুমে সারাদেশ থেকে প্রায় ছয় লাখ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সরকার। সেই লক্ষ্যে খাদ্য উদ্বৃত্ত জেলাগুলোকে আলাদা সংগ্রহ লক্ষ্যমাত্রা নিধারণ করে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ২৬ জুলাই বিকেলে মন্ত্রণালয়ের পাঠানো একটি চিঠিতে জানানো হয় নওগাঁ থেকে ২০ হাজার ৯৩২ মেট্রিক টন চাল কিনবে সরকার। সেই লক্ষ্যে স্থানীয় মিলারদের সঙ্গে চাল সংগ্রহের বিষয়ে চুক্তি সম্পাদনের কার্যক্রম শুরু করা হয়েছে। চুক্তি সম্পাদনের কার্যক্রম চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত।

এবারের চাল সংগ্রহ কার্যক্রমে নওগাঁর প্রায় এক হাজার ২শ’ জন মিলার চাল সরবরাহের আগ্রহ প্রকাশ করেছেন। চাল সংগ্রহ কার্যক্রম ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলেও জানান ডিসি ফুড আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এএনজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।