ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‌ভোমরা বন্দরে আট কো‌টি টাকার মাছ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
‌ভোমরা বন্দরে আট কো‌টি টাকার মাছ আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকা থেকে শুল্ক ফাঁ‌কি দিয়ে অবৈধভাবে আনা সাত কো‌টি ৯৮ লাখ টাকা মূল্যের ভারতীয় মাছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বি‌জি‌বি) সদস্যরা।

‌রোববার (৩১ জুলাই) রাত ১০টার দিকে ভোমরা বন্দরের বাঁশকল চেকপোস্ট এলাকা থেকে মাছগুলো আটক করা হয়।



‌বি‌জিবির সাতক্ষীরা-৩৮ ব্যাটা‌লিয়নের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহেল বাকী বাংলা‌নিউজকে জানান, রাতে ভোমরা বন্দর এলাকা ত্যাগ করার সময় গোপন সংবাদের ভি‌ত্তিতে মাছগুলো আটক করা হয়েছে।

আটক মাছের মূল্য সাত কো‌টি ৯৮ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তি‌নি।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।