ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কাঁচা পাট কিনতে ২৬০ কোটি টাকা পাচ্ছে বিজেএমসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
কাঁচা পাট কিনতে ২৬০ কোটি টাকা পাচ্ছে বিজেএমসি

ঢাকা: কাঁচা পাট কিনতে বাংলাদেশ জুট মিলস্ করপোরেশনের (বিজেএমসি) আওতাভুক্ত মিলগুলোকে সচল রাখতে ২৬০ কোটি টাকা ঋণ দিতে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

তবে এ অর্থ কাঁচা পাট কেনা ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না বলে জানিয়েছে অর্থ বিভাগ।



সোমবার (১ আগস্ট) বস্ত্র ও পাট মন্ত্রণালয় এসব তথ্য জানায়।

অর্থ ছাড় সংক্রান্ত  চিঠিতে বলা হয়, বিজেএমসি’র আওতায় পরিচালিত মিলসমূহের কাঁচা পাট কেনার লক্ষ্যে ২৬০ কোটি টাকা ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে অর্থ বিভাগের ‘অনুন্নয়ন খাতে নগদ ঋণ’ খাত থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। ছাড় করা অর্থ চলতি অর্থবছরে বিজেএমসির মিলগুলোর জন্য কাঁচা পাট ক্রয় ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। এ অর্থ সুনির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট-পে চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

অর্থ ব্যয়ের বিস্তারিত হিসাব আগামী তিন মাসের মধ্যে অর্থ বিভাগে পাঠাতে হবে।

ছাড় করা অর্থ বিজেএমসির অনুকূলে সরকারি ঋণ হিসেবে গণ্য হবে, যা আগামী পাঁচ বছর ৫ শতাংশ সুদে মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। এ বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসি’র একটি চুক্তিও সই হবে।

আর্থিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিজেএমসি ও অর্থ বিভাগের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে বর্ণিত শর্ত যথাযথ প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয় ওই চিঠিতে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এসএমএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।