ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রশ্নযোগ্য বিদেশি বিনিয়োগ থেকে বিরত থাকার পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
প্রশ্নযোগ্য বিদেশি বিনিয়োগ থেকে বিরত থাকার পরামর্শ

ঢাকা: সন্ত্রাসী কর্মকা‍ণ্ডে অর্থায়ন রোধে সন্দেহজনক বিদেশি প্রতিষ্ঠানের আকর্ষণীয় বিনিয়োগের প্রলোভন থেকে দেশি প্রতিষ্ঠানগুলোকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
সোমবার (০৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক এএনএম আবুল কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।


 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশ্নযোগ্য ব্যক্তি-প্রতিষ্ঠানের বিনিয়োগ যা সাধারণত তথ্যগতভাবে অসম্পূর্ণ, অস্বচ্ছ প্রকৃতির; যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না এতে সতর্ক হতে হবে। এসব ক্ষেত্রে প্রলোভনমূলক প্রস্তাবগুলোর মূল উদ্দেশ্য থাকে বিনিয়োগ নয়, বরং বিনিয়োগ এনে দেওয়ার প্রতিশ্রুতিতে সরলমনা উদ্যোক্তাদের থেকে প্রাথমিক ব্যয়ের নামে কিছু অর্থ আদায় করা। তাই ব্যাংকগুলোকে এ নিয়ে সতর্ক থাকতে হবে।
 
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানের বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিনিয়োগ আনার লাইসেন্স নেই সেসব প্রতিষ্ঠানগুলোকেও বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। তারা এসব প্রস্তাব নিয়ে সম্মতি-অনাপত্তি-অনুমোদন লাভের জন্য ব্যাংকগুলোর বা সরকারি মন্ত্রণালয়-বিভাগগুলোর দ্বারস্থ হন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।