ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বড় রাজস্ব লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারবো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
‘বড় রাজস্ব লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারবো’

ঢাকা: `সুসন্বিতভাবে কাজের মাধ্যমে যেকোন বড় রাজস্ব লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারবো’ বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) অফিসার্স ক্লাবে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অর্থ আইন ২০১৬ এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনীত পরিবর্তনসমূহ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


 
কক্সবাজার কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের উদাহরণ দিয়ে কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, সমন্বয় করে কাজ করায় সেখানে দিন দিন রাজস্ব আয় বাড়ছে।
 
‘আপনারা নিজ নিজ অধিক্ষেত্রে সুসন্বিতভাবে কাজ করলে সারাদেশে রাজস্বে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ’-মন্তব্য করেন তিনি।
 
তিনি বলেন-,‘এর মাধ্যমে আমরা রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠা তো করবোই, আমাদের ওপর যে কোন বড় লক্ষ্যমাত্রা দেওয়া হলেও সেটা অর্জন করতে পারবো। ’
 
আয়কর আইনের পরিবর্তন বিষয়ে তিনি বলেন, করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আইন প্রণয়ন করে বসে থাকলে চলবে না, তা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে।
 
এনবিআর সদস্য আবদুর রাজ্জাক বলেন, এবার বাজেটে আয়করের ৯১টি আইনে পরিবর্তন ও সংযোজন করা হয়েছে। আইনে বিশাল পরিবর্তন সাধিত হয়েছে।
 
বিশেষ করে পে-রোল ট্যাক্স ৩ শতাংশ থেকে ৭ শতাংশ করায় করদাতার সংখ্যা বাড়বে ৬ থেকে ৭ লাখ। রাজস্ব বাড়বে ৬ থেকে ৭শ’ কোটি টাকা।
 
সভায় এনবিআর সদস্য মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনবিআর সদস্য (করনীতি) পারভেজ ইকবাল।
 
সভায় সংগঠনের মহাসচিব ও কর কমিশনার মো. আলমগীর হোসেন পরিবর্তিত আয়কর আইনের বিভিন্ন দিক তুলে ধরেন।
 
বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
আরইউ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।