ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদেশিদের শঙ্কা দূর হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
বিদেশিদের শঙ্কা দূর হয়েছে

নারায়ণগঞ্জ: সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় বিদেশিদের মন থেকে শঙ্কা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে রেমি হোল্ডিংস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানা উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে সাম্প্রতিক জঙ্গি হামলায় টার্গেট করে দেশি-বিদেশিদের হত্যা করা হয়েছে। কিন্তু আজ আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সঙ্গে এসব জঙ্গি নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে কয়েকটি ঘটনায় জঙ্গি দমনে সফল হয়েছে। তাই বিদেশিদের মন থেকে শঙ্কা দূর হয়েছে। তার বড় প্রমাণ মিস্টার মরিয়ার্টি যিনি মার্কিন যুক্তরাস্ট্রের বাংলাদেশের পোশাক ক্রেতাদের কান্ট্রি ডিরেক্টর।

তিনি বলেছেন, ব্যবসা বাণিজ্যের কোনো খাতে হলি আর্টিজানের ঘটনা ও জঙ্গি তৎপরতা প্রভাব ফেলবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ দমিয়ে রাখতে পারবে না।

তোফায়েল আহামেদ আরও বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে এগিয়ে যাচ্ছে। এটাকে কেউ কোনো দিন বাধাগ্রস্ত করতে পারবে না। পাকিস্তান থেকে আমাদের রপ্তানি, রিজার্ভ, অর্থনৈতিক ও সামাজিকসহ সব খাতে আমরা অনেক বেশি এগিয়ে। ২০২১ সালে আমাদের টোটাল রপ্তানি হবে ৬০ বিলিয়ন। তার তার মধ্যে তৈরি পোশাক থেকে পাবো ৫০ বিলিয়ন।

এসময় উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, বেপজার অ্যাক্রিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুর রহমান,  নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, এডিসি গাউসুল আজম, বিটপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সরাফত উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬

এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।