ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৯-১১ সেপ্টেম্বর খোলা থাকবে কাস্টমস হাউজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
৯-১১ সেপ্টেম্বর খোলা থাকবে কাস্টমস হাউজ

ঢাকা: তৈরি পোশাক শিল্পের আমদানি-রফতানি সচল রাখার লক্ষ্যে ঈদ-উল আযহায় ৯ থেকে ১১ সেপ্টেম্বর (তিনদিন) দেশের সব কাস্টমস হাউজ, বন্ড কমিশনারেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বাংলানিউজকে জানান।


 
তিনি জানান, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে আসন্ন ঈদ-উল আযহার আগে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর তিনদিন কাস্টমস হাউজ খোলা থাকবে।
 
এর মধ্যে ৭ কাস্টমস হাউজ  (ঢাকা, চট্টগ্রাম, মংলা, পানগাঁও, বেনাপোল, আইসিডি কমলাপুর, দুই বন্ড কমিশনারেট (ঢাকা ও চট্টগ্রাম বন্ড কমিশনারেট) খোলা থাকবে।  
 
একই উদ্দেশ্যে একইসঙ্গে এসব কাস্টমস হাউজ ও স্টেশন, সংশ্লিষ্ট বন্দর, ব্যাংক ও অন্যান্য প্রয়োজনীয় স্টেকহোল্ডিং প্রতিষ্ঠানও খোলা রাখতে কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
 
এসময় সংশ্লিষ্ট কমিশনারদের তাদের দফতরের ন্যূনতম সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ও স্টেকহোল্ডারদের অবহিত করে ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়নে নির্দেশনা জারি করা হয়েছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।