ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পোশাক শিল্প-কারখানার সংস্কার তদারকিতে সরকারের সেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
পোশাক শিল্প-কারখানার সংস্কার তদারকিতে সরকারের সেল

ঢাকা: তৈরি পোশাক-শিল্প কারখানার চলমান সংস্কার কাজ বাস্তবায়ন পরিবীক্ষণ ও তদারকি ত্বরান্বিত করার লক্ষ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিদর্শকের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সেল গঠন করেছে সরকার।
 
সোমবার (০৫ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সেল গঠনের অনুমোদন দেয়া হয়।


 
রিমিডিয়েশন কো-অর্ডিনেশন সেল (আরসিসি) নামে এই কমিটির নেতৃত্বে থাকবেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক।
 
এছাড়াও গণপূর্ত অধিদপ্তর, রাজউক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একজন করে নির্বাহী প্রকৌশলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন পরিচালক এবং বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বৈদ্যুতিক পরিদর্শকের সচিব এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (সেফটি) সংস্কার সমন্বয় সেল এর সদস্য থাকবেন।
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, শ্রম সচিব মিকাইল শিপার, বিদ্যুৎসচিব মো. মনোয়ার ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকতার হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ, রাজউক চেয়ারম্যান বজলুল করিম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহির উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক আলী আহম্মেদ খানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
 
সভায় জানানো হয়, ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী সময়ে সরকার বিভিন্ন আইন সংশোধন ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি কারখানা ভবন ও অগ্নি দুর্ঘটনা নিরসন কল্পে নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণে অ্যাকর্ড-অ্যালায়েন্স ও জাতীয় উদ্যোগে সারা দেশে ৩ হাজার ৭৮০টি তৈরি পোশাক কারখানার অ্যাসেসমেন্ট সম্পন্ন করেছে।
 
চুক্তি মোতাবেক ২০১৮ সালে অ্যাকর্ড-অ্যালায়েন্সের কার্যক্রম সমাপ্তির পর ভবন সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা, অ্যাসেসমেন্ট সম্পন্নকৃত ভবনগুলোর সংস্কারের ফলোআপ, ভবন/কারখানা মালিকদের সংস্কার কার্যক্রমে টেকনিক্যাল ও প্রয়োগিক সহায়তা, স্ট্রাকচারাল, ফায়ার এবং ইলেকট্রিক্যাল সেইফটি নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংস্কার কাজে আর্থিক সহায়তাসহ সামগ্রিক সহায়তা প্রদানের জন্য এ ধরণের সেল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।