ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পোশাক শিল্প এলাকায় ১০-১১ সেপ্টেম্বর ব্যাংক খোলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
পোশাক শিল্প এলাকায় ১০-১১ সেপ্টেম্বর ব্যাংক খোলা

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের জন্য পোশাক শিল্প এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ১০ ও ১১ সেপ্টেম্বর (শনিবার ও রোববার) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একই সময়ে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো শনিবার স্বীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের উপমহাব্যবস্থাপক ইব্রাহিম ভূইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক আগামী শনিবার ও রবিবার খোলা রাখার পরামর্শ দেয়া যাচ্ছে।

আর সরকারি ছুটি হওয়ায় এসব অফিসে যোগদানকারী ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা প্রদানের জন্য প্রজ্ঞাপনে পরামর্শ দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫,২০১৬
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।