ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেতন-বোনাস না পেয়ে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
বেতন-বোনাস না পেয়ে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

ঢাকা নর্থ ব্যুরো (আশুলিয়া): বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।  

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো এলাকার হিলটন গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

 

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সকালে ওই পোশাক কারখানার একশ’ শ্রমিকের প্রায় তিন মাসের বকেয়া বেতন দেওয়ার কথা ছিলো। কিন্তু শ্রমিকদের বেতন না দিয়ে কারখানার মালিক হায়াত উল্লাহ পালিয়ে যান। বর্তমানে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।  

ফলে বেতন-বোনাস না পেয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কারখানার সামনে তারা অবস্থান করবেন বলে জানিয়েছেন।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসএম মিজান জানান, শ্রমিকদের বেতন দেওয়া ও সমস্যা থেকে সমাধানের জন্য আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।