ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লাখে ২০ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে গরু

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
লাখে ২০ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে গরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাত পোহালেই ঈদ। ঈদের আগের দিন শেষ বিকেলে ক্রেতার আগমন বাড়ার সঙ্গে সঙ্গে গরুর দামও কমেছে।

এক্ষেত্রে রোববারের (১১ সেপ্টেম্বর) চেয়ে হাজারে ২শ’ টাকা পর্যন্ত দাম করেছে। এতে বিক্রি বাড়ায় সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতা উভয়ই।

রাজধানীর খিলক্ষেত বনরূপা গরু-ছাগলের হাট সোমবার (১২ সেপ্টেম্বর) ঘুরে এ পরিস্থিতি দেখা গেছে।

আব্দুল কুদ্দুস মিঞা পেশায় টেইলর। সাবেক সেনা সদস্য। অনেকটা নেশার কারণেই প্রতিদিন হাটে আসতেন। ঈদের আগের দিনও এসেছেন। তবে শেষ মুহূর্তেই কিনবেন কোরবানির গরু। হাটের মাঝখানে দাঁড়িয়ে তিনি বাংলানিউজকে বলেন, গতকাল যে গরু ১ লাখ টাকা দাম ছিল। আজ তা ৮০ হাজার টাকা। হাজারে ২শ’ টাকা হারে দাম কমেছে।

পাশ দিয়েই যাচ্ছিলের ফয়সাল কবীর। একটি লাল রঙয়ের ষাঁড় একজনকে টেনে নিতে দেখে বললেন, ভাই কত নিলো। ৮৫ হাজার টাকা উত্তর পেয়ে বিস্ময়ের সঙ্গে বললেন, গতকাল আমি ১ লাখ ১৫ হাজার টাকা দাম করেছিলাম।

এতে ফয়সালের মুখে রীতিমতো আনন্দের ঝিলিক। কম দামেই তবে আজ গরু কিনতে পারবেন এমন মন্তব্য করলেন।

বড় গরুর দাম বেশি কমেছে। ছোট গরুর দাম তুলনামূলক কম কমেছে, মন্তব্য করেন কুদ্দুস মিঞা।
তবে গরুর দাম কমার কারণ হিসেবে ব্যাপারীরা জানালেন, বেশিরভাগ গরুই রোববার (১১ সেপ্টেম্বর) রাতেই বিক্রি হয়ে গেছে। তাই এখন আর কেউ ধরে রাখতে চাচ্ছেন না। তাই সামান্য লাভেই দিয়ে দিচ্ছেন।

নরসিংদীর ব্যাপারী জামাল মিয়া বলেন, ১০টা গরু আনছিলাম। ৮টাতে ভালো দাম পাইছি। এহন আর দুইডা আছে। সামান্য লাভেই ছাইড়া দিমু। কাইলকা ঈদ, রিস্ক নেওয়া যাইবো না।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।