ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুই বছরের মধ্যেই সবার ওপর করারোপ প্রক্রিয়া!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
দুই বছরের মধ্যেই সবার ওপর করারোপ প্রক্রিয়া! ছবি: আবু বকর সিদ্দিকী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: দুই বছরের মধ্যেই সবার ওপর করারোপের সিদ্ধান্ত কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি জানান, মাসিক আয় ১৬ হাজার টাকা থেকে শুরু নাগরিকদেরকে কর দিতে হবে।

পাশাপাশি সবার ওপর কর আরোপের চিন্তা-ভাবনা চলছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) ঈদ জামাতের জন্য প্রস্তুতকৃত সিলেট নগরীর শাহী ঈদগাহ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘রিজার্ভ চুরির ঘটনায় ফরাসউদ্দিন তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে জনসমক্ষে প্রকাশ করা হবে। এতে বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’।

বেসরকারি চাকরিজীবীদের ব্যাপারে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বেসরকারি চাকরিজীবীদের আয়ের ব্যাপারে সরকারের ধারণা আছে। আমরা সেই অনুযায়ী কর আরোপ করবো’।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে অর্থমন্ত্রীর দেশ ছাড়ার কথা রয়েছে। তার আগেই তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবে বলেও জানান তিনি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ ঈদের জামাতের নিরাপত্তা পরিকল্পনা অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেন। পায়ে হেঁটে ঈদগাহের বিভিন্ন দিক পরিদর্শন করেন অর্থমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
এনইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।