ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাইবান্ধায় চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ২০ কোটি টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
গাইবান্ধায় চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ২০ কোটি টাকা

গাইবান্ধা: উত্তরাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার হাট গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালীবাড়ি হাটে এ বছর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে লক্ষাধিক পিস। যার মূল্য প্রায় ২০ কোটি টাকা।

 

সরকারি চামড়ার নির্ধারিত মূল্য অনুযায়ী জানা যায়, এ বছর গরুর চামড়ার ফুট ৪০ টাকা, খাসি ২০ টাকা ও ছাগলের চামড়া ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ হাটে গাইবান্ধার ব্যবসায়ীরা ছাড়াও বগুড়া, জয়পুরহাট, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকার ব্যবসায়ীরা চামড়া সংগ্রহের পর এ বাজারে নিয়ে আসেন।

পলাশবাড়ী উপজেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন মোল্লা বাংলানিউজকে জানান, গত বছরের তুলনায় এ বছর চামড়ার নির্ধারিত দাম কম ধরা হয়েছে। তাতে ব্যবসায়ীরা চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে। এ ছাড়াও লবণের দাম বৃদ্ধি ও বিনিয়োগের পর্যান্ত টাকা না থাকায় চামড়া ক্রয়ে ব্যবসায়ীদের টার্গেট পূরণে বড় বাধা সৃষ্টি হতে পারে।

ব্যবসায়ী শামিম সরদার, হাসান মিলন ও আব্দুল হান্নান জানান, প্রতি বছর এ হাটে প্রচুর গরু, ছাগলের চামড়া আমদানি হয়। অনেক এলাকার ব্যবসায়ীরা এ হাটের ওপর নির্ভরশীল। এছাড়া ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের চামড়ার ট্যানারি মালিক ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা এ হাট থেকে চামড়া সংগ্রহ করেন।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, হাটে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোবাইল টিম ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, চামড়া পাচার রোধে সব ধরনের পদক্ষেপ ও হাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।